সাইকোফিজিক্স
বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মনোবিজ্ঞানীরাও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর বস্তুনিষ্ঠ অনুধ্যান শুরু করলেন। পার্থিব উদ্দীপক আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে আমরা বিভিন্ন অভিজ্ঞতা লাভ করি। পার্থিব উদ্দীপকের সাথে অভিজ্ঞতার পরিমাণগত সম্পর্ক নির্ণয় করতে গিয়েই ভৌত মনোবিজ্ঞান (Psychophysics)-এর উদ্ভব ঘটেছে।
ভৌত মনোবিজ্ঞান
ভৌত মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের সমন্বিত একটি রূপ। ভৌত মনোবিজ্ঞানের ইংরেজি 'Psychophysics' শব্দটি 'Psyche' এবং 'Physics'-এর সমন্বয়ে গঠিত। 'Psyche' শব্দের অর্থ মন এবং 'Physics' শব্দের অর্থ পদার্থ। সুতরাং শাব্দিক অর্থে মনোজগৎ ও বস্তুজগতের সম্পর্ক নিয়ে আলোচনা করে ভৌত মনোবিজ্ঞান। সুতরাং মনোভৌত হলো বাহ্যিক উদ্দীপকের প্রতি ব্যক্তির মানসিক প্রতিক্রিয়ার সমন্বয়-সাধন। সাধারণ উদ্দীপকের মধ্যে পরিবর্তন দেখা দিলে ব্যক্তির প্রতিক্রিয়ার ক্ষেত্রেও সেই হারে পরিবর্তন দেখা দেবে। কিন্তু, আনেক ক্ষেত্রে দেখা যায় যে, বিভিন্ন উদ্দীপকের মধ্যে আনয়ন করে দেখা গেছে যে, ব্যক্তির প্রতিক্রিয়ার ক্ষেত্রে সেরকম যোগাযোগ থাকে না।
যে অবস্থা বা শক্তি ব্যক্তির মধ্যে প্রতিক্রিয়া করতে সক্ষম হয় তাকে বলে উদ্দীপক। আর ভৌত মনোবিজ্ঞানের মূল কথা হলো বাহ্যিক জগতের যেকোনো উদ্দীপক দ্বারা আমাদের দেহে যে উদ্দীপনা সৃষ্টি হয় সেই উদ্দীপনার সাথে এর দ্বারা সৃষ্ট সংবেদনের একটি বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে। উদ্দীপকের তীব্রতার হ্রাস-বৃদ্ধি ঘটলে সংবেদনের মাত্রার হ্রাস-বৃদ্ধি ঘটে।
বর্তমানে ভৌত মনোবিজ্ঞানের ধারণা প্রকৌশল মনোবিজ্ঞানে ব্যবহৃত হচ্ছে। প্রকৌশলীরা শব্দ, বর্ণ, আলোকিতকরণ এসব সমস্যার সমাধানে সাইকোফিজিকসের জ্ঞান প্রয়োগ করছেন। বর্তমানে ভৌত মনোবিজ্ঞান বিষয়টি মনোবিজ্ঞানের একটি প্রায়োগিক দিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রামাণ্য সংজ্ঞা:
ওয়াইনি ওয়াইটেন (Wayne Weiten, ১৯৮৯)-এর মতে,
কীভাবে জাগতিক উদ্দীপক মনোজৈবিক (সংবেদী) অভিজ্ঞতায় রূপান্তর হয় তার অনুধ্যানই হলো ভৌত মনোবিজ্ঞান।
মরগান ও তার সহযোগীদের মতে,
মনোভৌত বা ভৌতমনোবিজ্ঞান হলো ভৌতশক্তির বিভিন্ন মাত্রা এবং তার ভিত্তিতে সংঘটিত অভিজ্ঞতা বা আচরণগত সম্পর্কের অনুধ্যান।
ডেভিড এর মতে,
মনোভৌত বা ভৌতমনোবিজ্ঞান হলো উদ্দীপকের ভৌত বৈশিষ্ট্যসমূহ এবং তার সাথে আমাদের মনোগত অভিজ্ঞতাভিত্তিক সম্পর্কের অনুধ্যান।
ফেকনারের মতে,
ভৌত মনোবিজ্ঞান হলো ভৌত উদ্দীপকের সাথে সচেতনতামূলক অবস্থার সম্পর্ক।
উপসংহার
উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, ভৌত মনোবিজ্ঞান হলো উদ্দীপক দ্বারা প্রাণিদেহে যে উদ্দীপনার সৃষ্টি হয় সেই উদ্দীপনার সাথে এর দ্বারা সৃষ্ট সংবেদনের বৈজ্ঞানিক সম্পর্ক। উদ্দীপকের তীব্রতার হ্রাস-বৃদ্ধিতে সংবেদনের হ্রাস-বৃদ্ধি ঘটে।