কার্ট ল্যুইনের ক্ষেত্রতত্ত্ব

মনোবিজ্ঞানে Kurt Lewin ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। প্রথমত, তার তত্ত্ব ছড়িয়ে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে সামাজিক তত্ত্ব, ব্যক্তিত্ত্বের তত্ত্ব, শিশুর বিকাশ, দলের গতিময়তা, শিক্ষণ এবং ক্রস কালচার গবেষণা উল্লেখযোগ্য। তার যুগের যেকোনো মনোবিজ্ঞানীদের চেয়ে ল্যুইন সবচেয়ে বেশি মনোবিজ্ঞানকে সমাজে ব্যবহারের কথা বলেছেন। নিম্নে ল্যুইনের ক্ষেত্রতত্ত্ব আলোচনা করা হলো-

কার্ট ল্যুইনের ক্ষেত্রতত্ত্ব

আচরণবাদী জে বি ওয়াটসন এবং হাল আচরণের ক্ষেত্রে পরিবেশগত উদ্দীপকের উপর অধিক জোর দিয়েছেন কিন্তু ব্যক্তিকে উপেক্ষা করেছেন। Kurt Lewin এখানে বলেন আচরণ হলো ব্যক্তি ও পরিবেশের সমন্বিত রূপ। তার জনপ্রিয় সমীকরণ B = f(P, E) তার বিশ্বাসকে প্রতিফলন করে। ল্যুইনের মতে, বিভিন্ন মানুষ পরিবেশের একই উদ্দীপকের প্রতি বিভিন্ন রকম আচরণ করে। ল্যুইন আচরণবাদীদের সাথে একমত যে, ব্যক্তি তার পরিবেশের মাধ্যমে চালিত হয়, অর্থাৎ B = f(E)। তিনি আরো বলেন, পরিবেশও ব্যক্তি দ্বারা চালিত হয়। E = f(p)। উদাহরণস্বরূপ- একজন লেখক উপলব্ধি করেন তার দাদুর হাতের তৈরি ইলিশ কারি জঘন্য, ড্রেনে ফেলে দেওয়ার মতে। কিন্তু লেখকের বাবার কাছে এটি অনেক সুস্বাদু। এভাবে একই পরিবেশ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপলব্ধি করছে।

ল্যুইন জীবনক্ষেত্র (Life Space) শব্দটি ব্যবহার করে অন্তঃ ও বহিঃ উভয়ে জগতের সকল উপাদানকে বোঝাতে যা ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। আবার যে সকল অসমন্বিত বিষয় আচরণকে প্রভাবিত করে না, সেগুলোকে ল্যুইন Foreign Hull বলে আখ্যায়িত করেছেন।

Life space এর মধ্যে ব্যক্তি (p) এবং বিভিন্ন এলাকা যেখান দিয়ে ব্যক্তি বিচরণ করে। উদাহরণস্বরূপ: যখন আমরা বাড়িতে পড়তে বসতে রিডিং রুমের দিকে, শোয়ার জন্য S-এর দিকে, না হয় তুমি রেফ্রিজেরেটর A অথবা লাইব্রেরির L-এর দিকে যাও, অথবা অন্য জীবনের স্থানের এলাকায় ধাবিত হও।

মানসিক ক্ষেত্র (Psychological Space) দৈহিক জগৎ থেকে ভিন্ন। তুমি একই জায়গায় আছ, কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছ যখন তুমি পড়ছ তখন তুমি তোমার জগতের R এ আছ। তুমি পড়া বন্ধ করে দিবাস্বপ্ন দেখা শুরু করলে যা তোমার জীবনের D দিক। এখানে এমনকি তুমি শারীরিকভাবে কোনো না কোনো R থেকে D যাওয়া যায়। শারীরিক ক্ষেত্র ও মানসিক ক্ষেত্র সুসম্পর্ক করা হয়নি। তার প্রাথমিক কারণ হলো মানুষ তার আশপাশের অনেক উপাদান সম্পর্কে অবহিত নন। এভাবে এসব বিষয় আচরণকে প্রভাবিত করে। এসব ব্যক্তির জগতের মধ্যে সংযুক্ত করা হয়নি।

ল্যুইন Life space সংজ্ঞা দিতে নিয়ে অন্তর্গত ও বহির্গত পরিবেশের বর্ণনা দিয়েছে যা বর্তমানে উপস্থিত আছে। ল্যুইন সমগ্রতাবাদীদের মতো অতীত অভিজ্ঞতাকে অস্বীকার করেননি। তিনি ফ্রয়েড এবং থর্নডাইকের মতে অতীতের উপর জোর দিয়েছেন বর্তমান আচরণ অনুমান করার জন্য। ল্যুইন বিশ্বাস করে অতীত বর্তমানকে প্রভাবিত করে। যদি মনোবিজ্ঞানী ব্যক্তির বর্তমান জীবনের সবক্ষেত্র সম্পর্কে জানতে চায় তাহলে তাকে ব্যক্তির অতীতের অনুভূতি সম্পর্কেও অবহিত হতে হবে। শিশুর পরীক্ষার জ্ঞান অথবা পুরস্কার প্রদানের ইতিহাস প্রয়োজনীয়, যদি বর্তমানের প্রেষণার প্রভাব আমরা সঠিকভাবে পরিমাপ করতে চাই। যদিও বর্তমান জীবনক্ষেত্র পরিবেশের সাথে ব্যক্তির অবিরাম মিথস্ক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url