বিভিন্ন প্রকার ব্যক্তিত্বের বৈকল্য
আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন ব্যক্তিত্বের গোলযোগ সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন তা বিশ্লেষন করলে নিম্নোক্ত বিষয়গুলো পাওয়া যায়। ব্যক্তিত্বের গোলযোগ বলতে ব্যক্তির কতগুলো বৈশিষ্ট্যের একটি সমষ্টিগত প্যাটার্নকে বোঝায়। যা সর্ব ক্ষেত্রে ব্যক্তির চিন্তন, অনুভূতি ও আচরণকে এমন ভাবে নিয়ন্ত্রন করে যে, ব্যক্তি তার পরিবেশের সাথে সন্তোষজনক উপযোগ স্থাপনে ব্যর্থ হয়। অর্থাৎ ব্যক্তির অভিযোজন প্রয়োগ ব্যবহৃত হয়। তরুন গণ বা যৌবনের প্রারম্ভ কালেই এরুপ ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং তা মোটামুটি অনমনীয় ও স্থায়ী হয়ে পড়ে। এ ধরনের ব্যক্তিত্ব তার কৃষ্টি ও সামাজিক পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ হয় না। এর ফলে ব্যক্তি নিজেও অসুখী হয় এবং তার চারপাশের ব্যক্তিরাও অসুখী হয়ে উঠে।
ব্যক্তিত্ব গোলযোগের ধরণঃ
আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন DSM-4 শ্রেণী বিভাগে দশ প্রকার ব্যক্তিত্বের গোলযোগ উল্লেখ করেছে এবং কিছু সাধারন বৈশিষ্ট্যের ভিত্তিতে এই দশ প্রকার গোলযোগকে আবার তিনটি গুচ্ছ বা Cluster এ বিভক্ত করে দেখানো হয়েছে। তিনটি গুচ্ছে দশ প্রকার ব্যক্তিত্বের গোলযোগ নিম্নরূপ-
বিভিন্ন প্রকার ব্যক্তিত্বের বৈকল্য বা বিকৃতি:
আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন DSM-4 শ্রেণি বিভাগে দশ প্রকার ব্যক্তিত্বের গোলযোগ উল্লেখ করেছে এবং কিছু সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে এই দশ প্রকার গোলযোগকে আবার তিনটি গুচ্ছ বা Cluster এ বিভক্ত করে দেখানো হয়েছে। তিনটি গুচ্ছে বিভক্ত দশ প্রকার ব্যক্তিত্বের গোলযোগ নিম্নরূপ:
1. খামখেয়ালি গুচ্ছ (Ecentric or odd cluster):
এই গুচ্ছে তিন ধরনের ব্যক্তিত্বের বিকৃতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো-
- প্যারানয়েড ব্যক্তিত্ব (Paranoid personality)
- সিজোয়েড ব্যক্তিত্ব (Schizoid personality)
- সিজোটাইপ্যাল ব্যক্তিত্ব (Schizolypal personality)
2. নাটকীয় গুচ্ছ (Dramatic cluster):
এই গুচ্ছে চার ধরনের ব্যক্তিত্বের বিকৃতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো-
- প্রাণবন্তী ব্যক্তিত্ব (Borderlinc personality)
- নাটকীয় ব্যক্তিত্ব (Histrionic personality)
- আত্মপ্রেমিক ব্যক্তিত্ব (Ivancissistic personality)
- সমাজবিরোধী ও সাইকোপ্যাথিক ব্যক্তিত্ব (Anti Social and Psychopathic personality)
3. ভীত বা উদ্বিগ্নগুচ্ছ (Fearful or Auxious cluster):
এই গুচ্ছে তিন ধরনের ব্যক্তিত্ব-বিকৃতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো-
- পরিহারমূলক ব্যক্তিত্ব (Avoidant personality)
- নির্ভরশীল ব্যক্তিত্ব (Dependent personality)
- বাধ্যতাধর্মী ক্রিয়ামূলক ব্যক্তিত্ব (Obsessive compulsive personality)