আপাত পরীক্ষনমূলক নকশা হিসেবে অসম নিয়ন্ত্রিত দলীয় নকশার ব্যখ্যা
ইংরেজি Quasi-experiments এর বাংলা অর্থ হল আপাততঃ পরীক্ষণ সত্যিকার অথবা বিশুদ্ধ পরীক্ষণ নয়। অর্থাৎ এ ধরনের পরীক্ষণে সত্যিকার পরীক্ষণের কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে কিন্তু সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না। সত্যি কথা বলতে, আপাততঃ পরীক্ষণে পরীক্ষণপাত্রদের উপরে একটি পরিচর্যা প্রয়োগ করা হয় এবং অন্য একটি দলের সাথে বা পূর্বে সংগৃহীত উপাত্তের সাথে তুলনা করা হয়, কিন্তু পরিস্থিতির উপর গবেষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। তাই সবসময় আপাত পরীক্ষণ প্রয়োগ করা যায় না। কখন আপাত পরীক্ষণ প্রয়োগ করা যায় আমাদের সে সম্পর্কে একটু ভাল ধারণা রাখা প্রয়োজন।
আপাত পরীক্ষণমূলক নকশা যখন পরিবেশগত বা অন্য কোনো সমস্যার জন্য পরীক্ষণ পরিচালনা করা সম্ভব হয় না তখন যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে আপাত পরীক্ষণমূলক পদ্ধতি বলে। আর এ ধরনের আপাত পরীক্ষণমূলক পদ্ধতি ব্যবহারের জন্য তৈরি হয়েছে আপাত পরীক্ষণমূলক নকশা। আপাত পরীক্ষণমূলক নকশা বা পদ্ধতি ব্যবহার করেই সামাজিক আচরণের উপর গবেষণা করা হয়। এ ধরনের গবেষণায় গবেষককে কেবল সময়ের পরিবর্তনে একটি দল কতটুকু পরিবর্তিত হয় এবং সেই প্রেক্ষিতে পরীক্ষণমূলক উদ্দীপক প্রয়োগের আগে দুই বা ততোধিক দল পরস্পর কতটুকু পার্থক্যপূর্ণ হয় তা নির্ধারণের সুযোগ করে দেয়। এক্ষেত্রে আপাত পরীক্ষণমূলক নকশা পরীক্ষণ পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। তবে আপাত পরীক্ষণমূলক নকশা পদ্ধতি কোনো মৌলিক পদ্ধতি নয় বলে একে একটি বিকল্প পদ্ধতি হিসেবে গণ্য করা হয়। আপাত পরীক্ষণমূলক পদ্ধতি ব্যবহার করে এমন সব ক্ষেত্র থেকে গবেষণামূলক তথ্য সংগ্রহ করা যায় যেখানে পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়। বিশেষ করে বিভিন্ন সামাজিক, পারিবারিক, শিক্ষা সংক্রান্ত ও পেশাগত ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার অত্যন্ত উপযোগী। বর্তমানে আপাত পরীক্ষণমূলক নকশা বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। এ পদ্ধতি বা নকশা প্রয়োগে যে তথ্য বা উপাত্ত পাওয়া যায় সেগুলোকে আধুনিক পরিসংখ্যনীয় কলাকৌশল ব্যবহার করে সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়। আপাত পরীক্ষণমূলক নকশায় দল নির্বাচনের ক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতি ব্যবহার অনিবার্য নয়। এ নকশায় বাস্তবধর্মী প্রমাণ উপস্থাপন এবং তথ্য বিশ্লেষণের কৌশল প্রয়োগ করার মাধ্যমে স্বাধীন চল ব্যতীত অন্য দুটি অবান্তর চলের প্রভাব দূর করার চেষ্টা করা হয়। এই নকশার অভ্যন্তরীণ যথার্থতা পরীক্ষণীয় নকশার চেয়ে কম হলেও অপরীক্ষণীয় নকশার চেয়ে বেশি।
আপাতত পরীক্ষণমূলক নকশার প্রকারভেদ: ক্যাম্পবেল এবং স্ট্যানলি (১৯৬৩) তাঁদের Experimental and Quasi Experimental Design for Research in Handbook of Research on Training গ্রন্থে প্রায় ১৬টি আপাত পরীক্ষণমূলক নকশার বর্ণনা করেন। এর মধ্যে তিনটি নকশা উল্লেখযোগ্য। যথাঃ
- অসমতুলনীয় দলগত নকশা (Non Equivalent Group Comparison)
- হস্তক্ষেপকৃত সময় অনুক্রমিক নকশা (Interrupted Time Series Design)
- বহুকালীন সারি নকশা (Multiple Time Series Design)
নিম্নে অসম নিয়ন্ত্রিত দল নকশা আলোচনা করা হলো-
অসম নিয়ন্ত্রিত দল নকশা
সরল সময় অনুক্রমিক নকশায় মাত্র একটি দল ব্যবহার করা হয়, কিন্তু অসম নিয়ন্ত্রিত দল নকশায় দুটি দল ব্যবহার করা হয়। তবে দুটি দলের মধ্যে সমতা নির্ণয় করবার জন্য আনুষ্ঠানিক কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না। দল নির্বাচনের সময় অবশ্য চেষ্টা করা হয়, যাতে দল দুটো যতদূর সম্ভব সমমানের হয়।
উদাহরণ: যেমন, সমান বৈশিষ্ট্যের প্রেক্ষিতে গবেষক একটি কলেজের একাদশ শ্রেণির ক ও খ শাখার ছাত্র/ছাত্রী নিয়ে দুটি দল গঠন করতে পারেন। এখানে ক ও খ শাখা গবেষক কর্তৃক গঠিত দল নয়, স্বাভাবিক নিয়মে গঠিত। এ দুটোর কোনটিই নিয়ন্ত্রিত দল নয়। এক্ষেত্রে গবেষক যে কোন একটি শাখাকে তুলনীয় দল হিসেবে ব্যবহার করবেন।
পরীক্ষণের শর্ত বা মাত্রা প্রয়োগের পূর্বে দল দুটোর সমতা সম্পর্কে ধারণা লাভের জন্য উভয় দলের ছাত্র/ছাত্রীদের ওপর একটি পূর্ব-অভীক্ষা (Pre-test) নেয়া হয়। তারপর একটি দলের ওপর পরীক্ষণ চল প্রয়োগ করা হয় এবং অন্য একটি দলের ওপর পরীক্ষণের চল প্রয়োগ করা হয় না। এরপর উভয় দলের পরবর্তী অভীক্ষা (Post test) নেওয়া হয়। সংগৃহীত উপাত্তের তথ্য গাণিতিক বিশ্লেষণ করা হয়। যদিও এ নকশায় বাহ্যিক চলকে নিয়ন্ত্রণ করা হয়, তবে পরীক্ষণ চলাকালে দলগুলোর পরীক্ষণ- পাত্রদের মধ্যে আচরণের অনেক পার্থক্য থাকে। ঐসব অনিয়ন্ত্রিত বাহ্যিক চলের প্রভাব অনির্ভরশীল চলের সাথে মিশে যায় বলে এ নকশায় অস্পষ্ট সিদ্ধান্তের সম্ভাবনা দেখা যায়।
এ পরিকল্পনার নকশা নিম্নরূপ:-
প১ | অ.চ | প২ (পরীক্ষণ দল)
প১ | অ.চ | প২ (নিয়ন্ত্রিত দল)
অসম নিয়ন্ত্রিত দল নকশায় মাত্র দুবার পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করবার পূর্বে একবার এবং পরে আর একবার আচরণ পর্যবেক্ষণ করা হয়। আর নিয়ন্ত্রিত দলে প্রথমে একবার পর্যবেক্ষণ করা হয় তারপর পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করবার পূর্বে একবার এবং পরে আর একবার আচরণ পর্যবেক্ষণ করা হয়। আর নিয়ন্ত্রিত দলে প্রথমে একবার পর্যবেক্ষণ করা হয় তারপর পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করে যতক্ষণ অপেক্ষা করা হয়, এখানেও ততক্ষণ অপেক্ষা করে দ্বিতীয় বার পর্যবেক্ষণ করা হয়, কিন্তু কোন অনির্ভরশীল চল প্রয়োগ করা হয় না।