আত্মপ্রেমী ব্যক্তিত্ব
ব্যক্তিত্ব-বৈকল্যে প্রধান একটি ধরন হলো আত্ম-প্রেমী ব্যক্তিত্ব। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-
আত্মপ্রেমী ব্যক্তিত্ব:
নিজের সম্পর্কে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ধারণা পোষণ করা, নিজের উচ্চ গুণ-সম্পর্কিত কল্পনায় আত্মমগ্ন থাকা, নিজেকে অতিরিক্ত গুরুত্ব প্রদান করা ও অন্যের নিকট থেকে সর্বদা অকুন্ঠ প্রশংসা লাভের প্রত্যাশা করা এরূপ ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য। এরা নিজেদেরকেই একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি রূপে মনে করে এবং সেজন্যই এরা অন্যদের সাথে উদ্ধত, দুর্বিনীত আচরণ করে। ব্যক্তিত্বের এই বৈশিষ্ট্যসমূহ যৌবনের প্রারম্ভকালেই প্রস্ফুটিত হয়।
এ ধরনের ব্যক্তিরা নিজেদেরকে সম্পূর্ণ অনুপম ও অতুলনীয় ব্যক্তি রূপে মনে করে। নিজের মেধা, মননশীলতা ও শক্তি-সামর্থ্য সম্পর্কে এরা অতিরঞ্জিত ধারণা পোষণ করে। নিজের অসামান্য ক্ষমতা, সাফল্য, কৃতিত্ব, সৌন্দর্য বা আদর্শ সম্পর্কে এরা অলীক কল্পনায় আত্মমগ্ন থাকে। অন্যদের নিকট থেকে অফুরন্ত প্রশংসা লাভের ইচ্ছা সে মনের মধ্যে সব সময় পোষণ করে। সে সম্পূর্ণ অযৌক্তিকভাবে আশা করে যে, সবাই তার অনুগত থাকবে, সবাই তার বশ্যতা স্বীকার করবে বা সবাই তাকে তোয়াজ করে চলবে। সেজন্যই সে উদ্ধত ও দুর্বিনীত প্রকৃতির হয়।
ব্যক্তি-পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও সে অত্যন্ত সুবিধাবাদী হয় এবং অন্যদেরকে সে নিজের সুবিধা ও স্বার্থ অনুসারে ব্যবহার করার চেষ্টা করে। পক্ষান্তরে অন্যদের প্রতি তার কোনো দায়দায়িত্ব বোধই থাকে না এবং অন্যের চাহিদা, প্রয়োজন বা অনুভূতির প্রতি তার কোনোরূপ ভ্রূক্ষেপ থাকে না। এরা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক হয় এবং অন্যদের প্রতি এদের কোনো সহানুভূতি থাকে না। এরা অন্যদের প্রতি প্রায়ই ঈর্ষাকাতর হয়ে পড়ে। তবে বাহ্যত এরা মনে করে যে অন্যরাই তাদের প্রতি ঈর্ষাবোধ করে।