বহুব্যক্তিত্ব

বহুব্যক্তিত্ব (Multiple personality): 

এই মনোব্যাধিগ্রস্ত রোগী দুই বা তার বেশি সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিত্বের সৃষ্টি করে থাকে। এই ব্যক্তিত্বের সব কয়টি যে সবসময় সম্পূর্ণ অথবা সুপরিণত হবে এমন কোনো নিশ্চিয়তা নেই এবং সেগুলি সম্বন্ধে ব্যক্তির অভিজ্ঞতা সবসময় সচেতন না-ও হতে পারে। যদিও উপন্যাস, নাটক অথবা চলচ্চিত্রে বহু ব্যক্তিত্বসম্পন্ন অনেক চরিত্রের কাহিনি পাওয়া যায়, বাস্তবে এ ধরনের ক্ষেত্র খুব কমই দেখা যায়। আজ পর্যন্ত যতগুলো বাস্তব দৃষ্টান্ত পাওয়া গেছে তার সংখ্যাও খুব কম নয়।

বহুব্যক্তিত্বের লক্ষণাবলি: 

এই অস্বাভাবিকতায় ব্যক্তি কোনো চাপের মুখে একাধিক ব্যক্তিত্ব একই সাথে প্রকাশ করে। ব্যক্তি কিছু সময় এক ধরনের, তারপর আবার আরেক ধরনের একটি ব্যক্তিত্ব গ্রহণ করে। একটি ব্যক্তিত্ব অন্য একটি ব্যক্তিত্ব সম্বন্ধে কিছুই জানতে পারে না। একজন হয়ত খুব চঞ্চল বহির্মুখী অন্যজন শান্তশিষ্ট।

বহুব্যক্তিত্বের কারণসমূহ: 

ব্যক্তির মধ্যে যখন দুটো পরস্পর-বিরোধী প্রেষণার দ্বন্দ্ব উপস্থিত হয়, তখন ব্যক্তিত্ব ভেঙে গিয়ে দুটো অংশে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেকটি অংশে একটি প্রেষণা স্থান লাভ করে এবং এতে ব্যক্তি প্রেষণার দ্বন্দ্ব থেকে মুক্তিলাভ করে। বহু ব্যক্তিত্বসম্পন্ন রোগীর মধ্যে শৈশব থেকে জন্ম নেয়া অনেকগুলো কঠিন দ্বন্দ্ব বিদ্যমান থাকে যা তার পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়ে, তখন ব্যক্তিত্ব দুই বা ততোধিক ভাগে বিভক্ত হয়ে সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্বের সৃষ্টি করে। এমনিভাবে তার দ্বন্দ্ব কিংবা বেদনাদায়ক পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url