মানসিক প্রতিবন্ধিতা

সাধারণতভাবে মানসিক প্রতিবন্ধিতা বলতে বোঝায় ব্যক্তির বিলম্বিত মানসিক বিকাশ। সুতরাং সঠিক সময়ে কোনো ব্যক্তির পর্যায়ক্রমিক মানসিক বিকাশ না-ঘটলে তাকে মানসিক প্রতিবন্ধী বলা হয়।

আমেরিকান এসোসিয়েশন অন মেন্টাল ডেফিসিয়েন্সি (AAMD) মতে- 

মানসিক প্রতিবন্ধিকতা হলো বিঘ্নিত ক্রমবিকাশের জন্য ব্যক্তির বুদ্ধিবৃত্তিমূলক কাজে গড়ের চেয়ে কম দক্ষতা, যার ফলে তার উপযোজনমূলক আচরণ ব্যাহত হয়।

আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন (APA) মতে- 

মানসিক প্রতিবন্ধিতাকে সাধারণ বুদ্ধিমত্তার নিম্নহার যা বিকাশপর্বে উদ্ভূত হয় এবং যা শিক্ষণ ও সামাজিক অভিযোজন বা পরিপক্বতা অর্জন বা উভয়ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টির সাথে সংশ্লিষ্ট থাকে।  উপর্যুক্ত সংজ্ঞাগুলো থেকে মানসিক পশ্চাৎপদতার তিনটি বৈশিষ্ট্য সুস্পষ্ট হয়ে উঠেছে।

প্রথমত, মানসিক প্রতিবন্ধিতা একটি বিকাশজনিত ত্রুটি। মানসিক প্রতিবন্ধিদের মধ্যে মানসিক বৃত্তিগুলোর স্বাভাবিক বিকাশ ঘটে না। 

দ্বিতীয়ত, মানসিক প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য হচ্ছে নিম্নমানের বুদ্ধিবৃত্তি।

তৃতীয়ত, মানসিক প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য হচ্ছে অভিযোজনমূলক আচরণে ত্রুটি।

উপসংহার: 

সুতরাং মানসিক প্রতিবন্ধী বলতে তাদেরকেই বোঝায় যাদের বুদ্ধির মাত্রা তাদের সমবয়সি অধিকাংশ মানুষের চেয়ে কম এবং যারা অন্যের সাহায্য ছাড়া নিজেদের অনেক সমস্যাই সমাধান করতে পারে না। কম বুদ্ধির কারণে তারা পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপখাইয়ে চলার জন্য উপযোগী আচরণ করতে পারে না। মানসিক প্রতিবন্ধিতা ও মানসিক রোগের মধ্যে পার্থক্য আছে। মানসিক প্রতিবন্ধিতা কোনো রোগ নয়, মানসিক প্রতিবন্ধিতা হচ্ছে বিঘ্নিত মানসিক ক্ষমতা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url