অস্বাভাবিক মনোবিজ্ঞান কি?

শাব্দিক অর্থে অস্বভাবী বা অস্বাভাবিক মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো 'Abnormal Psychology', 'Abnormal' শব্দটিকে 'Ab' ও 'Normal'-এ দুভাগে ভাগ করা যায়। 'অন' শব্দের অর্থ হলো 'Away' বা দূরে এবং 'Normal' শব্দের অর্থ হলো স্বাভাবিক। সুতরাং শাব্দিক অর্থে 'Abnormal' অর্থ যা স্বাভাবিক থেকে দূরে বা স্বাভাবিক নয় এমন। শাব্দিক অর্থে অস্বভাবী বা অস্বাভাবিক মনোবিজ্ঞান হলো স্বাভাবিক নয় এমন সব আচরণের বিজ্ঞানসম্মত গবেষণা ও বিশ্লেষণের বিষয়।

অস্বভাবী মনোবিজ্ঞান আধুনিক মনোবিজ্ঞানের অন্যতম শাখা। এ শাখা ব্যক্তির অস্বভাবী আচরণের কারণ নির্ণয়, মূল্যায়ন, চিকিৎসা ও প্রতিকার সম্বন্ধে আলোচনা করে। দেশ, কাল ও জাতিভেদে মানবাচরণ যে কত রূপ নিতে পারে তার কোনো সীমা-পরিসীমা নেই। মানবাচরণকে প্রধানত দুভাগে ভাগ করা হয়ে থাকে; যথা- স্বভাবী আচরণ ও অস্বভাবী আচরণ। মনোবিজ্ঞানে অস্বভাবী মনোবিজ্ঞানের পদচারণা খুব বেশি দিনের না-হলেও বর্তমানে এর বিকাশ ও ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অস্বভাবী মনোবিজ্ঞান ব্যতীত আধুনিক মনোবিজ্ঞান অনেকটা গুরুত্বহীন।

অস্বভাবী/অস্বাভাবিক মনোবিজ্ঞানের সংজ্ঞা: 

অস্বভাবী বা অস্বাভাবিক মনোবিজ্ঞান হলো আধুনিক মনোবিজ্ঞানের সেই শাখা যেখানে মনোবিকৃতির বা অস্বাভাবিক আচরণের কারণ এবং অস্বভাবী আচরণকে কীভাবে চিকিৎসা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। অস্বভাবী আচরণের প্রতিরোধক ব্যবস্থাবলি আবিষ্কার করাও অস্বভাবী মনোবিজ্ঞানের কাজের অন্তর্গত। কীভাবে মানসিক বিকৃতি এড়ানো যায় অস্বভাবী মনোবিজ্ঞান সে সম্পর্কে সুনির্দেশনা দিয়ে থাকে। আরো সহজভাবে বলা যায়, অস্বভাবী বা অস্বাভাবিক মনোবিজ্ঞান হলো সেই মনোবিজ্ঞান যা ব্যক্তির অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করে ও তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করে।

প্রামাণ্য সংজ্ঞা :

James C. Coleman-এর মতে, অস্বভাবী মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের এমন একটি বিশেষ শাখা, যেখানে অস্বভাবী আচরণ অনুধ্যানের জন্য মনস্তাত্ত্বিক নীতিসমূহের সমন্বয় ও বিকাশের নীতিসমূহ পর্যালোচনা করা হয়। 

Page-এর মতে, 'অস্বভাবী মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের এমন একটি উপবিভাগ যেখানে সীমাবদ্ধ পরিসরে অস্বভাবী মানুষের আচরণ ও অস্বভাবী মানসিক প্রক্রিয়া নিয়ে গবেষণা করা হয়।'

Dr. Saifuddin-এর মতে, 'অস্বভাবী মনোবিজ্ঞান আধুনিক মনোবিজ্ঞানের এমন একটি শাখা, যা আচরণ ও মানসিক প্রক্রিয়ার অস্বাভাবিক দিকগুলোর কারণ, লক্ষণ, নির্ধারক, শ্রেণিবিন্যাস, প্রতিকার এবং সম্পর্কযুক্ত অন্যান্য বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং এর প্রয়োগ-সম্পর্কিত কার্যাবলি সম্পাদন করে থাকে।'

মনোবিজ্ঞানী রোজেন ও গ্রেগরি বলেন, 'অস্বভাবী মনোবিজ্ঞান হলো মানুষের বিচ্যুত বা ব্যতিক্রমধর্মী আচরণের ব্যাখ্যা ও বিশ্লেষণে সাধারণ মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের পদ্ধতি, ধারণা, নীতি ও ফলাফল প্রয়োগ করা।'

উপযুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, অস্বভাবী বা অস্বাভাবিক মনোবিজ্ঞান আধুনিক মনোবিজ্ঞানের এমন একটি শক্তিশালী শাখা যা প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার অস্বভাবী দিকগুলোর কারণ, লক্ষণ, নির্ধারক, শ্রেণিবিন্যাস, প্রতিকার এবং সম্পর্কযুক্ত অন্যান্য বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং এর প্রয়োগ-সম্পর্কিত কার্যাবলি সম্পাদন করে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url